শুভ্র আদালতে জানায়, সে চুরির মতলবে টাকা তোলেনি। শুভ্রর জামিন মঞ্জুর করেনা আদালত। উপযুক্ত তথ্যপ্রমাণের জন্য জুঁইয়ের কথায় অঙ্কিতা আদালতে সাতদিনের সময় চাইলে আদালত তা নাকচ করে দেয়।