রঞ্জন সুদীপ্তর ফোন ট্র্যাক করার ব্যবস্থা করে। রাইকে রঞ্জন নির্দোষ প্রমাণ করবে বলে আস্বস্ত করে। অন্যদিকে ডাক্তার জানায় নীলু সন্তানসম্ভবা নয়। পরবর্তীতে রাস্তায় নীলু ও শৌর্য্যর সাথে দেখা হয় রাইয়ের।