বিষাক্ত দুধ খেতে চায়না তারা। শৈলর সাথে দুধের বাটি বদলে গেলে সেই দুধ খায় সে। এদিকে বিষাক্ত দুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে শৈল। শৈল তারাকে মারতে চেয়েছিল শুনে শৈলকে ত্রিশূল দিয়ে মারতে যায় গৌরী।