ছোট্ট পুপুলের নাচ দিয়ে পিঠেপুলি উৎসব শুরু হয়। পিঠেপুলি প্রতিযোগিতায় জয়ী হয় নীলু-শৌর্য্য। ফ্যাশন শো-তে জয়ী হয় রাই-স্রোতের জুটি। গান গায় অঙ্কিতা-পৌষালী। নীলাঞ্জনের সঞ্চালনায় জমে ওঠে অনুষ্ঠান।