বাড়ি ফিরে আসে পিলু। ওদিকে আহির রঞ্জার ভুল বুঝতে পেরে তাকে সরাসরি প্রশ্ন করে। কল্যাণী বুঝতে পারে পিলু বড়সড়ো কোনও ধাক্কা খেয়ে ফিরে এসেছে। পিলুকে সানাইঝুড়িতে নিতে আসে আহির।