পঞ্চপ্রদীপের ধোঁয়ায় ঈশান অসুস্থ হয়ে পড়লে, তার শুশ্রূষা করে গৌরী। ঘোমটা কালীর ঘোমটা নড়ে উঠলে ঘাবড়ে যায় শৈলজা। মাধুরী গৌরীকে অপমান করলে ঝড়বাদলের রাতে ঠাকুরদাদুকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে গৌরী।