গৌরীকে খুঁজতে রোশনি বাঈয়ের কোঠায় পুলিশ নিয়ে পৌঁছায় ঈশান। ঈশানের মন বলে গৌরী সেখানেই কোথাও আছে। গৌরীকে খুঁজে পায়না ঈশান। এদিকে গৌরীর খোঁজে তারাও ছুটে যায় বাঈজিবাড়িতে।