ক্ষুব্ধ আয়ানের সাথে মস্করা করে মুকুট। মুকুটের উপর রেগে যায় বাড়ির মেয়েরা। আহির লগ্নাকে ফোন করে মুকুটকে থানায় ডাকে। মুকুটকে থানায় নিয়ে যায় দোল। আহিরের কড়া জেরার মুখে আততায়ীদের সনাক্ত করে মুকুট।