ভিকির নোংরামি – ত্রিনয়নী
অডিও এর ভাষা :
বাঙালি
রীতি :
ড্রামা
ত্রিনয়নী-এর আজকের সম্পূর্ণ এপিসোডে দেখুন, নয়নের রাগ দেখে দৃপ্ত প্রশ্ন করলে ভিকি সব ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। নয়নের মাথায় কি চলছে তা বুঝতে না পেরে ক্ষিপ্র হয়ে ওঠে জেসমিন। তরুণবাবুর কথামতো ছেলেটা সম্পর্কে আরও জানার জন্য জেসমিনের কাছে যায় নয়ন। ভিকি নয়নকে বিয়ে করার কথা বললে তাকে থাপ্পড় মারে সংযুক্তা।