সুরমন্ডলে আসে আহিরের বাবা সব্যসাচী। বসুমল্লিক ঘরানার হয়ে আহিরকে গান গাওয়ার প্রস্তাব দেয় সব্যসাচী। আহির সেই প্রস্তাবে রাজি হয়না। রাগে জোরে জোরে তানপুরা বাজাতে গিয়ে হাত কেটে যায় আহিরের।