রাধিকা নির্দোষ – কি করে বলবো তোমায়
অডিও এর ভাষা :
বাঙালি
রীতি :
ড্রামা
কি করে বলবো তোমায়-এর আজকের সম্পূর্ণ এপিসোডে দেখুন, আদিনাথ সেনের সঙ্গে দেখা হলে মিস্টার রায় তাকে জানায় যে কর্ণর প্রেজেন্টেশন খুব ভালো লেগেছে তার। এই পরিকল্পনা রাধিকার, পায়েল এই দাবি করলে কর্ণ জানায় যে গোটা ঘটনায় রাধিকার কোনও দোষ নেই। কর্ণর বাড়ি যাওয়া নিয়ে রাধিকাকে কথা শোনায় সোনালী।