Audio Languages:Bengali
বিশ্বকাপের মরশুমে অগ্নিকাণ্ডের ঘটনা কাতারে। কাতারে ফ্যান ভিলেজের কাছেই ঘটে এই অগ্নিকাণ্ড। কেতাইফান দ্বীপের একটি নির্মীয়মান বহুতলে এই অগ্নি সংযোগ ঘটে। আগুনের বিধ্বংসী রূপ দেখা গেছে বহু দূর থেকে। কাতারের পূর্ব উপকূলে লুসাইল শহরে ঘটে এই ঘটনা।