ভয়াবহ করোনা পরিস্থিতি। তবু তার কোনও ছাপ দেখা গেল না, জয়দেব-কেঁদুলি (Kenduli) মেলায় আসা পুণ্যার্থীদের মধ্যে। একাংশের মুখে নেই মাস্ক। বক্রেশ্বরের (Bakreswar) উষ্ণ প্রস্রবনেও গতকাল সকাল থেকেই শুরু হয় পুণ্যস্নান। তবে করোনার কারণে এদিন পুণ্যার্থীর সংখ্যা ছিল অনেকটাই কম।